প্রকাশিত: Mon, Feb 27, 2023 2:26 PM
আপডেট: Mon, Jan 26, 2026 12:54 AM

এবারও রমজান উপলক্ষে সহিংসতা বন্ধে সম্মত ইসরায়েল ও ফিলিস্তিন

ইমরুল শাহেদ: জর্ডানে আলাপ-আলোচনার পর ইসরায়েল ও ফিলিস্তিনের কর্মকর্তারা জানিয়েছেন, সহিংসতা যাতে ছড়াতে না পারে সে বিষয়ে তারা পদক্ষেপ গ্রহণ করবেন। আল-জাজিরা

রোববার আকাবার রেড সি রিসর্টে বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর ইসরায়েল ও ফিলিস্তিনের কর্মকর্তারা এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, সহিংসতা এড়াতে তারা যৌথভাবে কাজ করে যাবেন। স্থলপথে যাতে সহিংসতা বাড়তে না পারে সেদিকে দৃষ্টি রেখে এগিয়ে যাবেন। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল পশ্চিম তীরে নতুন কোনো আবাসন স্থাপনের ব্যাপারে চার মাস কোনো কথা বলবে না এবং আগামী ছয় মাস নতুন কোনো বাড়িঘর নির্মাণেরও অনুমোদন দেবে না।  বিবৃতিতে জানানো হয়েছে, দুই পক্ষই আন্তরিকতা নিয়ে আলোচনা করেছে। তারা সহিংসতা যাতে ছড়িয়ে পড়তে না পারে এবং সহিংসতা প্রতিরোধের উপর গুরুত্বপূর্ণ বলে মনে করছে দুই দেশই। বৈঠকে যুক্তরাষ্ট্র, মিসর ও জর্ডানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব